মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬ || ২৯ পৌষ ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ০৯:৫০, ১৩ জানুয়ারি ২০২৬

বার্লিনে ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সমাবেশ

বার্লিনে ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে সমাবেশ
সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে জার্মানির রাজধানী বার্লিনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে প্রবাসী সংগঠক মো. ইমদাদুল সাদিকের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করে হাদির প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার এবং কঠিন শাস্তি দাবি করেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মৃত্যুর আগে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। প্রতিবেশী ভারত যাতে আধিপত্য বিস্তার না করতে পারে সে বিষয়ে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছিলেন। আর এসব কারণেই ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে।

এসময় প্রবাসী বিক্ষোভকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং তাদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে এমন রাজনৈতিক হত্যাকাণ্ড চলতেই থাকবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

সর্বশেষ