রোববার   ২৬ অক্টোবর ২০২৫ || ১০ কার্তিক ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১৯:২৬, ২৫ অক্টোবর ২০২৫

দ্বিতীয় দফার আলোচনায় পাকিস্তান-আফগানিস্তান

দ্বিতীয় দফার আলোচনায় পাকিস্তান-আফগানিস্তান
সংগৃহীত

সাম্প্রতিক সহিংসতা নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় বসছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার (২৫ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে এ আলোচনা হবে। পাক সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছে সেটির প্রক্রিয়া চূড়ান্ত ও সীমান্তবর্তী সন্ত্রাসবাদের ওপর নজরদারির ব্যাপারে আলোচনা হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানিয়েছেন, গত কয়েকদিনে আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা পাকিস্তানে এসে বড় ধরনের কোনো হামলা চালায়নি। এ বিষয়টিকে ‘দোহা চুক্তির’ ইতিবাচক দিক হিসেবে অভিহিত করেছেন তিনি।

সরকারি এ কর্মকর্তা সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেন, “দোহায় যে যুদ্ধবিরতির চুক্তি হয় সেটি অক্ষুন্ন আছে। গত দুই থেকে তিনদিন আফগানিস্তানের মাটি থেকে পাকিস্তানে বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা হয়নি। দোহা আলোচনা ছিল ফলপ্রসু। আমরা আশা করি ইস্তাম্বুলেও একই ধরনের ফলপ্রসু আলোচনা দেখব।”

তিনি বলেছেন, পাকিস্তানের মূল দাবি অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আফগানিস্তান তাদের ভূখণ্ড সন্ত্রাসীদের ব্যবহার করতে দিতে পারবে না।

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং-বাণিজ্য স্থগিত থাকবে

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানিয়েছেন আফগানিস্তানের সঙ্গে তাদের সীমান্ত ক্রসিং এবং বাণিজ্য বন্ধ থাকবে।

তিনি বলেন, “আফগান সীমান্ত ক্রসিং এবং আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য আপাতত বন্ধ থাকবে। নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন শেষ না হওয়া এবং পরবর্তী আদেশ না আসা পর্যন্ত সীমান্ত ক্রসিং এবং বাণিজ্য বন্ধই থাকবে। পাকিস্তানিদের জীবনের দাম বাণিজ্যের থেকে অনেক বেশি।”

এদিকে পাকিস্তানের তালেবানপন্থি নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-কে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার মদদ দিচ্ছে— এমন অভিযোগ দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে ইসলামাবাদ। তবে আফগানিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

শিরোনাম