শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ জানুয়ারি ২০২৩

পেরেশানি দূর করতে যে দোয়া ৭ বার পড়বেন

পেরেশানি দূর করতে যে দোয়া ৭ বার পড়বেন

বিপদ-মসিবত ও নানা চিন্তা-পেরেশানি থেকে মুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার বিকল্প নেই। কেননা মহান আল্লাহই মুমিনের একমাত্র আশ্রয়। তাঁর অনুগ্রহেই মানুষ দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। প্রিয়নবী (স.) যেকোনো ধরণের চিন্তা, উৎকণ্ঠায় আল্লাহর সাহায্য প্রার্থনার ছোট্ট একটি দোয়া নিয়মিত পড়তে বলেছেন।

হজরত আবু দারদা (রা.) বর্ণনা করেন, ‘যে ব্যক্তি (পেরেশানি ও উৎকণ্ঠায়) এ দোয়াটি সকাল-সন্ধ্যায় সাত বার পড়বে, ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও পরকালের সব পেরেশানি থেকে হেফাজত করবেন।' (সুনানে আবু দাউদ: ৫০৮৩, কানজুল উম্মাল: ৫০১১)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিপদ-আপদে অগাধ আস্থা ও বিশ্বাসের সঙ্গে তাঁকে যথেষ্ট মনে করার এবং উল্লেখিত দোয়াটি সকাল-সন্ধ্যা সাতবার পড়ার তাওফিক দান করুন। আমিন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়