শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:৫১, ৬ আগস্ট ২০২১

কালাইয়ে টিকা নিতে উদ্বুদ্ধকরণে ইমামদের সাথে পৌর মেয়রের মতবিনিময়

কালাইয়ে টিকা নিতে উদ্বুদ্ধকরণে ইমামদের সাথে পৌর মেয়রের মতবিনিময়

করোনা সচেতনতায় ও প্রতিরোধে কালাই পৌরসভার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জেমদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোভিড-১৯ এর টিকা নিতে পৌরসভার সকল মানুষকে উদ্বুদ্ধকরণ ও শিশু জন্মের ৪৫ দিন হলে জন্ম নিবন্ধন, মৃত্যুর ৪৫ দিন হলে মৃত্যু সনদ নেওয়ার জন্য নির্দেশ দেন পৌর মেয়র রাবেয়া সুলতানা। এছাড়াও পৌরসভার সকল ইমামদের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়।

পরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ কোভিড-১৯ থেকে রক্ষা পেতে দেশবাসীর জন্য দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সিরাজুল ইসলাম, কাউন্সিলরবৃন্দ, সহকারী ইন্জিনিয়ার শিহাব উদ্দিন, লাইসেন্স পরিদর্শক মোস্তা হাসান, তরুণ প্রজন্মের নেতা আসাদুজ্জামান নয়ন, উচ্চমান সহকারী রফিকুল ইসলাম প্রমুখ।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়