রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১১:০৯, ২৫ এপ্রিল ২০২৪

জয়পুরহাটে ছাত্রলীগ কর্মীদের বৃক্ষরোপণ কর্মসূচী

জয়পুরহাটে ছাত্রলীগ কর্মীদের বৃক্ষরোপণ কর্মসূচী
সংগৃহীত

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে জয়পুরহাটে শতাধিক বৃক্ষরোপণ করেছে ছাত্রলীগকর্মীরা।

বুধবার বিকেলে শহরের সিমেন্ট ফ্যাক্টরী নামক এলাকায় ছাত্রলীগ নেতা ইয়ামিন আলীর  উদ্যোগে গাছের চারা রোপণ করেন। এসময় হাজী মহসিন সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নাসিম শেখ, আক্কেলপুর মজিবর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য নুর মোহাম্মদ নাহিদ, জোবায়ের হাসান ফাহিম, ছাত্রলীগকর্মী, রনি হাসান, বিজয় হাসান, নাহিন আল মুনকার, নিরব খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

ছাত্রলীগ নেতা ইয়ামিন আলী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও মানুষের প্রতিটি প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে। এসময় জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপমাত্রা চলমান রয়েছে। এতে জনসাধারণের স্বাভাবিক জীবযাত্রায় মারাত্নক প্রভাব ফেলছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ