মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১১:০৬, ১২ জুন ২০২২

শেষ হলো জয়পুরহাটের সন্ন্যাসতলী মেলা

শেষ হলো জয়পুরহাটের সন্ন্যাসতলী মেলা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের জিয়াপুর গ্রামের সন্ন্যাসতলীর মেলাকে ঘিরে আশপাশের গ্রামের হিন্দু ও মুসলিম পরিবারগুলোতে সাজ সাজ রব পড়ে। মেলাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আজও অটুট রয়েছে। আগে এক দিনেই শেষ হতো এই মেলা। কিন্তু এখন মেলার আয়োজন হয় দুই দিনের।

এ জন্য শুক্রবার শুরু হওয়া মেলাটি শেষ হয় শনিবার সন্ধ্যায়। কোনো ঢাক-ঢোল বাজাতে হয় না। তার পরও হাজার হাজার মানুষ সমবেত হয় এই মেলায়। জিয়াপুর গ্রামের পূর্বপাশ দিয়ে বয়ে চলা তুলসীগঙ্গা নদী। নদীর পশ্চিম পাশ ঘেঁষে বট-পাইকড় গাছের নিচে মাঠজুড়ে বসে এই মেলা। এখানে জিয়াপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষ সন্ন্যাসপূজা করেন প্রতি বছরের জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্রবারে। আর এই পূজাকে কেন্দ্র করেই মেলার উৎপত্তি। জিয়াপুর গ্রামটি একসময় হিন্দু সম্প্রদায়ের জেলেপল্লী হিসেবে পরিচিত ছিল।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ