রোববার   ০২ নভেম্বর ২০২৫ || ১৭ কার্তিক ১৪৩২

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত : ১২:৩৭, ২৭ আগস্ট ২০২৫

আক্কেলপুরে রেললাইন ভাঙ্গা, যাত্রীদের বাঁচালো সাধারণ মানুষের সতর্কতা

আক্কেলপুরে রেললাইন ভাঙ্গা, যাত্রীদের বাঁচালো সাধারণ মানুষের সতর্কতা
সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইন ভাঙা দেখে স্থানীয়রা লাল নিশান উড়িয়ে সংকেত দেন। এতে রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। সোমবার সন্ধ্যায় জামালগঞ্জ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস (নং ৭৩১) সন্ধ্যা ৬টার দিকে জামালগঞ্জ রেলস্টেশনের কাছে পৌঁছালে স্থানীয়রা রেললাইনে প্রায় ৭ ইঞ্চি ভাঙা অংশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা লাল কাপড় নাড়িয়ে চালককে সতর্ক করেন। সংকেত পেয়ে ট্রেনটি থেমে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনার সময় যাত্রীরা কিছুক্ষণ আতঙ্কে থাকলেও কেউ হতাহত হননি। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ভাঙা লাইনে অস্থায়ীভাবে চটের বস্তা গুঁজে ট্রেনটি পার করে দেন। এতে প্রায় এক ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে।

আক্কেলপুর রেলস্টেশন মাস্টার রেহেনা পারভীন জানান, দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। লাইন সংস্কারের কাজ চলছে এবং শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

 

সর্বশেষ

শিরোনাম