মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৮:৫৮, ২০ জানুয়ারি ২০২১

ক্ষেতলালে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত বীজ আলুর মাঠ দিবস

ক্ষেতলালে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত বীজ আলুর মাঠ দিবস

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বুড়াইল গ্রামে টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত বীজ আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এসিআই সীডের আয়োজনে কৃষকদের আলুর জমি পরিদর্শন শেষে নিরাপদ আলু উৎপাদনে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

স্থানীয় আলু চাষী তোফাজ্জল হোসেন রবির সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ক্ষেতলাল উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান, এসিআই সীডের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, ন্যাশনাল সেলস ম্যানেজার শাহিনুর রহমান, পোর্ট ফলিও ম্যানেজার গোলাম মোস্তফা, এসিআই সীডের এরিয়া ম্যানেজার শাহাজামাল ও এসিআই আলু বীজের ডিলার গোলাম রাব্বানীসহ আরও অনেকে।

কৃষকরা জানান, এবার এসিআই সীডের আলুর বীজ লাগানোর পর আলুতে কোন রকম রোগবালাই দেখা দেয়নি। তাই এবার আলুর বাম্পার ফলনের আশা করছেন তারা।

এসিআই সীডের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান জানান, ক্ষেতলালের বুড়াইল এলাকায় ৪০% জমিতে এসিআই বীজ আলু চাষ হয়েছে। এ বীজ রোপন করায় কৃষকদের জমিতে কোন প্রকার রোগবালাই দেখা দেয়নি। এ বীজআলু থেকে ১০ভাগ বেশি ফলন পাওয়া যাবে বলে অভিমত বক্ত করেন তিনি। এছাড়াও মানসম্পন্ন বীজআলু ব্যবহারে চাষীদেরকে উৎসাহ দেন তিনি।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ