শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১০:০৯, ২০ জানুয়ারি ২০২২

জয়পুরহাটে এলজিইডি’র ৩৩ কোটি ৭১ লাখ টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন

জয়পুরহাটে এলজিইডি’র ৩৩ কোটি ৭১ লাখ টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জয়পুরহাট জেলায় ২০২০-২০২১ অর্থ বছরে ৩৩ কোটি ৭১ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, ২০২০-২১ অর্থবছরে বাস্তবায়িত প্রকল্প গুলোর মধ্যে রয়েছে  ১৩ কোটি ৩ লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে ২৮ দশমিক ৯৫ কিলোমিটার সড়ক নির্মাণ।

১৫ কোটি টাকা ব্যয়ে ৭৪ দশমিক ১৮ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ, ৬৫ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে ১৬৭ দশমিক ৫৮ মিটার ব্রিজ/কালভার্ট মেরামত ও রক্ষণাবেক্ষণ। ৪১ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে ১০টি মসজিদের সংস্কার ও উন্নয়ন কাজ। ১ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ। ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় সাপেক্ষে ৫টি গ্রামীণ বাজার উন্নয়ন।  ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সাপোটিং ফর রুরাল ব্রীজেজ পকল্প ও আনডার ১০০ মিটার ব্রিজ নির্মাণ প্রকল্পের আওতায় জয়পুরহাট জেলায় ২৫৪ মিটার ব্রিজ নির্মাণ।

২৩ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টরের আওতায় খালের সমবায় সমিতির অফিস ঘর নির্মাণ প্রকল্পের আওতায় ২টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ইতোমধ্যে প্রকল্প গুলোর  কাজ শতভাগ বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। এ প্রকল্প গুলো বাস্তবায়নের ফলে জেলার প্রত্যন্ত গ্রামীণ জনপদে বসবাস করা সাধারণ মানুষের জীবন মানেরউন্নয়ন ঘটার পাশাপাশি সরকারের উন্নয়নমূখী কর্মকান্ডকে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী মো: আলাদ্দিন হোসেন।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়