শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৫:১২, ২ নভেম্বর ২০২২

জয়পুরহাটের দুই ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে

জয়পুরহাটের দুই ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলশীগঙ্গা ইউনিয়নে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় এ ভোট, চলবে বিকেলে ৪টা পর্যন্ত। ভোটাররা ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী। এর মধ্যে বড়তারা ইউনিয়নে একজন তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

বুধবার সকাল থেকে কয়েকটি ভোট কেন্দ্রে দেখা গেছে, ৮টায় ভোট শুরুর পর থেকেই ভোটাররা তাদের ভোট দিতে এসেছেন কেন্দ্রে। ইভিএমে প্রথমবারের মতো ভোট দিতে পারায় উচ্ছাস প্রকাশ করেছেন তরুণরা। তবে বৃদ্ধ ও স্বল্প শিক্ষিতরা ইভিএমে ভোট দিতে এসে বুঝতে না পারায় কিছুটা বিড়ম্বনায় পড়ছে বলে অভিযোগ করেছে।

যদিও কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসারা বলছেন, যারা ইভিএম পদ্ধতি বুঝতে পারছেননা, তাদের ভালো করে বুঝিয়ে দেয়া হচ্ছে। এদিকে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আর যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়