শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ১২:২৪, ১৩ জানুয়ারি ২০২৩

জয়পুরহাটে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

জয়পুরহাটে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

জয়পুরহাটের কালাই উপজেলায় বাস্তবায়নাধীন এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) স্ট্রেংদেনিং রিডিং হেবিট এন্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্ট্রি খোন্দকার মো. আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহা: আব্দুর রাজ্জাক, ডেপুটি ডাইরেক্ট ও স্কিমস ড. আনিছুল আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কাজী মো. মনোয়ার হাসান, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মীলন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল হক বাবুলসহ ওই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠকবৃন্দ।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়