রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

জাগ্রত জয়পুরহাট

প্রকাশিত: ১৩:০১, ১২ এপ্রিল ২০২৪

আপডেট: ১৩:৩৮, ১২ এপ্রিল ২০২৪

ব্যাংক ডাকাতি থেকে বাঁচতে জয়পুরহাটে কড়া নিরাপত্তা

ব্যাংক ডাকাতি থেকে বাঁচতে জয়পুরহাটে কড়া নিরাপত্তা
সংগৃহীত

বান্দরবানের দুই উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ঈদুল ফিতরের প্রথম দিনেই জয়পুরহাটে সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এই নির্দেশনায় ব্যাংকের নিরাপত্তা জোরদার করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম স্যারের নির্দেশনায় ঈদের দিনেও সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ মোতায়েন জোরদার করা হয়। পাশাপাশি তল্লাশি চৌকি টহল জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ