শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত: ০৬:০৯, ৪ মে ২০২১

সর্বোচ্চ উইকেট শিকারী জয়াবিক্রমা, দ্বিতীয়স্থানে তাসকিন

সর্বোচ্চ উইকেট শিকারী জয়াবিক্রমা, দ্বিতীয়স্থানে তাসকিন

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী শ্রীলংকার বাঁ-হাতি স্পিনার প্রবিন জয়াবিক্রমা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অভিষেক হয় তার। ঐ টেস্টে ১১ উইকেট নিয়েছেন তিনি।

এতেই সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন জয়াবিক্রমা। টেস্টের প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেন ২২ বছর বয়সী জয়াবিক্রমা।

সাড়ে তিন বছর পর টেস্ট খেলতে নেমে নিজের সেরাটা ঢেলে দিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ২ ম্যাচের ৩ ইনিংসে ৮ উইকেট নিয়েছেন তিনি। ৬৮ দশমিক ২ ওভার বল করে ২৬৫ রান দিয়েছেন তিনি। প্রথম টেস্টে ১১২ রানে ৩ উইকেট, দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ১২৭ রানে ৪ ও ২৬ রানে ১ উইকেট নেন।

তাসকিনের মত ৮ উইকেট নিয়েছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। ৮ উইকেট নিয়েছেন তিনি। তার সেরা বোলিং ফিগার ৭২ রানে ৫ উইকেট। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

জাগ্রত জয়পুরহাট

সর্বশেষ

জনপ্রিয়